বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

হেফাজতের ঘটনায় বি. বাড়িয়ায় আরও ৬ জন গ্রেফতার

বি. বাড়িয়ায় হেফাজতে ইসলামের ঘটনায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতারকৃতের সংখ্যা ৪১৪ জনে দাঁড়াল। ওই ঘটনায় ৫৬টি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৪ মে) সকালে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পুলিশ বলছে, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক।

ওই ঘটনায় সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টিসহ মোট ৫৬টি মামলা হয়েছে।

এসকল মামলায় ৪১৪ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img