চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, সংগঠনটির ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে মাওলানা মামুনুল হকের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।