বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

মেক্সিকো সিটিতে ভয়াবহ মেট্রো রেল দুর্ঘটনায় ১৫ জন নিহত; আহত ৭০

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেট্রো রেলের একটি সেতু ভেঙে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এতে প্রায় ৭০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মে) ভোররাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

শহরের তেজোকো এবং ওলিভোস স্টেশনের মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের ১২ নম্বর লাইনে সেতুটি ভেঙে পড়ে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্ড এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ ট্রাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। মেক্সিকো সিটির ১২ নম্বর লাইনটি যখন নির্মিত হয় তখন এবরার্ড এই নগরীর মেয়র ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, যে স্থানে সেতুটি ভেঙে পড়েছে সেখানে আগে থেকে ফাটল দেখা গিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img