বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বিপর্যস্ত ভারতে ২ কোটি ছাড়াল করোনা রোগী; গত ২৪ ঘন্টায় ৩৪৩৮ জনের মৃত্যু

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে সরকারি হিসাবেই শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।

আজ মঙ্গলবার (৪ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় তিন লাখ ৫৫ হাজার ৮৩২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস পাওয়া গেছে। মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৪৩৮ জনের।

শনিবার দেশটি একদিনে ৪ লাখের বেশি রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল; এরপর থেকে ভারতে দৈনিক শনাক্তের পরিমাণ ধারাবাহিকভাবে নেমে আসতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্যে দেশটিতে আক্রান্ত-মৃত্যুর ‘প্রকৃত হিসাব’ মানতে নারাজ বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের অন্তত ৫ থেকে ১০ গুণ হবে বলেই ধারণা তাদের।

ভারতের রাজধানী দিল্লিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় যে অক্সিজেন সংকট চলছে, তা শিগগিরই মিটবে এমন কোনো ইঙ্গিত মিলছে না। সোমবার শহরটিতে রেকর্ড ৪৪৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কেন্দ্রীয় বিজেপি সরকার দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করছে না বলে অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img