সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কী না তা জানা যাবে আগামীকাল বুধবার।
চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব কর্তৃপক্ষ।
ট্রাম্প সমর্থকদের চালানো ওই হামলায় ৫ জন নিহত হয়েছিলেন। ট্রাম্প বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন। যা ওই হামলার পিছনে ইন্ধন জুগিয়েছিল। হামলায় অংশ নেওয়া সমর্থকদের ক্ষোভের যথেষ্ট কারণ আছে বলেও টুইট করেছিলেন ট্রাম্প।
ক্যাপিটল হিলে হামলার পর ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে আরও সহিংসতা ঘটতে পারে বলে খবর ছিল গোয়েন্দা বাহিনীর কাছে। এরই পরিপ্রেক্ষিতে অতি সক্রিয় ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা হয়।