বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কুমিল্লার চান্দিনায় ভূমি বরাদ্দ চেয়ে ভূমিহীন বেদে সম্প্রদায়ের স্মারকলিপি

কুমিল্লার চান্দিনায় ভূমিহীন বেদে সম্প্রদায়ের লোকজন বসবাসের জন্য ভূমি বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে স্মারকলিপি দিয়েছেন ।

গতকাল সোমবার (৩ মে) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশের কাছে স্মারকলিপিটি দেন তারা।

চান্দিনা উপজেলার হাড়িখেলা বেদে বাড়ির ভূমিহীন বেদে সম্প্রদায়ের পক্ষে সমাজ সভাপতি ক্বারী মো. আলাউদ্দিন কবিরাজ স্মারকলিপি প্রদান করেন। ভূমিহীন বেদে সম্প্রদায়ের লোকজনের মানবেতর জীবনের কথা উল্লেখ করে সরকারি খাস জমি বরাদ্দ দিয়ে তাঁদের দুর্দশা লাঘবের আবেদন জানানো হয়েছে স্মারকলিপিতে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন সর্দার মাখন সর্দার, আক্কাস আলী, মো. খালেক মিয়া, মো. মুরাদ মিয়া, মো. রাজিব মিয়া, সজীব হোসেন, এবাদুল, আমির হোসেন, জুয়েল, মাঈনুদ্দিন, মনিলা, দেলোয়ারা, ফরহাদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img