বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

করোনায় গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪৪ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মোট ১৫ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৫৮ জন।

মঙ্গলবার (৪ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক করোনা পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আমেরিকা রয়েছে সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৩৯৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জনের। মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৮৩। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৭০৩ জন।
স্থা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img