বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

তাজিকিস্তান ও কিরগিজস্তানের সংঘাত পরবর্তী যুদ্ধবিরতি চুক্তিতে তুরস্কের সমর্থন

ইনসাফ | নাহিয়ান হাসান


তাজিকিস্তান ও কিরগিজস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তিতে নিজেদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওগলু।

দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী সাইরুজিদ্দীন মুহরিদ্দীন ও রুসলান কাজাকবায়েভের সাথে পৃথকভাবে ফোনালাপকালে তুরস্কের সমর্থনের কথা জানান তিনি।

লাগাতার দু’দিন সংঘাতের পর কূটনৈতিক সূত্রে প্রকাশ করা হয় যে সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়া মধ্য এশিয়ার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপকালে মেভলুত চাভুশওগলু বলেন, সংঘাতে জড়ানো দেশ দুটির বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করতে তুরস্ক প্রয়োজনীয় সহযোগিতা দিবে।

তাছাড়া শনিবার (১ মে) দেশ দুটির মাঝে স্বাক্ষরিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারেও তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়।

কিরগিজস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মূলত স্থানীয় পানি বণ্টন নেটওয়ার্কের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত বুধবার তাজিকিস্তান ও কিরগিজস্থান প্রতিবেশী রাষ্ট্র দুটির মাঝে সহিংসতার সূত্রপাত ঘটে।

উভয় পক্ষ থেকে সীমান্তে সামরিক হস্তক্ষেপ হওয়ার পর দু’দেশের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই ওই অঞ্চলে অস্ত্রসস্ত্রে সজ্জিত ভারী যুদ্ধযান মোতায়েন করলে পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠে। এমনকি সীমান্তের উভয় পার্শ্বের বাসিন্দারাও একে অপরকে পাথর ছুড়ে মারছিলো!

তাজিক কর্মকর্তাদের বিরুদ্ধে গোলভোনি জল বিতরণ কেন্দ্র যেখানে এখনো সার্বভৌমত্ব পরিপূর্ণ সংজ্ঞায়িত হয়নি সেখানে নিবিড় নজরদারির জন্য সরঞ্জামাদি স্থাপন করার অভিযোগ রয়েছে বলে জানা যায় দা রেডিও ফ্রি ইউরোপ নামী একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে।

তাছাড়া বিতর্কিত ও বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় পানির নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া দু’দিনের সংঘাতে ৩৯ জন নিহত এবং ১৩৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: ইয়েনি শাফাক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img