বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

পরাজয়ের মুখে কলকাতায় ফাঁকা পরে আছে বিজেপির মিডিয়া সেন্টার

পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

আজ রোববার (২ মে) দুপুর পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ফল ভালো না হওয়ায় খবর ছড়িয়ে পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির মিডিয়া সেন্টার ফাঁকা হয়ে গেছে।

বিবিসি জানিয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই দলের নেতাদের আর এখানে দেখা নেই! কলকাতার হেস্টিংস অঞ্চলে বিজেপির নির্বাচনী সদর দফতরে এমন দৃশ্যই দেখা গেছে।

খবরে বলা হয়, কলকাতার বিজেপি অফিসে শুধু মিডিয়া কর্মীরা অপেক্ষা করছে। আলাদা আলাদা বুথে যাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য এতদিন বিশাল আয়োজন করেছিল বিজেপি!

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শাসক দল বিজেপির ফল ভালো না হওয়ায় উপায় না পেয়ে শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তোলা শুরু করেছেন দলীয় নেতাকর্মীদের একাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img