বিধানসভা নির্বাচনে রোববার ভোট গণনার শুরু থেকে নিজ কেন্ত্রে পিছিয়ে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থা পাল্টাতে থাকে।
নন্দীগ্রামে সকাল থেকে শুভেন্দু অধিকারী থেকে পিছিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন তিনি।
আজ রোববার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ এ তথ্য জানিয়েছে।
১৪ রাউন্ড শেষে মমতা এগিয়ে আছেন ২ হাজার ৩৩১ ভোটে। আরও তিন রাউন্ড ভোট গণনা বাকী রয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।