বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কেমিক্যাল মিশিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে আম

কুমিল্লায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফরমালিনযুক্ত ১ টন আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ মে) বিকেল ৫টায় কুমিল্লা বৃহৎ নিমসার বাজারে অভিযান চালিয়ে আমগুলো জব্দের পর ধ্বংস করা হয়।

পুলিশ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২১মে থেকে আম বাজারজাত করার সিদ্ধান্ত রয়েছে। কিন্তু একটি অসাধু মহল তার আগেই অপরিপক্ক আম সংগ্রহ করে রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারে চড়া দামে বিক্রি করছে।

ক্ষতিকারক রাসায়নিক ও ফরমালিনমিশ্রিত আম কুমিল্লা নিমসার বাজারে মজুদ রয়েছে এমন খবরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকটি আড়তে রাসায়নিকমিশ্রিত আমের মজুদ পাওয়া যায়। পরে আমগুলো পরীক্ষা করে ফরমালিন ও ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পেয়ে প্রায় ১ টন আম প্রকাশ্যে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন জানান, নিমসার বাজারে রাসায়নিক মিশিয়ে পাকানো ১ টন কাঁচা আম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img