সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম।
শনিবার (১ এপ্রিল) সকালে স্কয়ার হাসপাতালে থেকে তাকে রিলিজ দেওয়া হয়।
করোনায় আক্রান্ত রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়লে আরজুমান আরা বেগম স্বামীর পাশে থেকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছিলেন।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) তিনি তার স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতালের ডাক্তার মাহবুব মনসুরের অধীনে তার চিকিৎসা চলে।
বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হওয়ায় তাকে শনিবার সকালে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।