বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

করোনার মধ্যে ধর্মীয় উৎসবে ইহুদিদের লাখ খানেক জনসমাগম; ব্রিজ ধ্বসে ৪৪ নিহত

ইনসাফ | নাহিয়ান হাসান


লাগ বাওমার নামক ইহুদি উৎসব পালন করতে গিয়ে কয়েকটি স্থাপনা ও ব্রিজ ধ্বসে এবং পদদলিত হয়ে ৪৪ জন কট্টর অর্থোডক্স ইহুদিবাদী ইসরাইলীর মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় ১৫০ জনের অধিককে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেরন (জারমুক) পর্বতে দ্বিতীয় শতাব্দীর তালমুদিক পণ্ডিত রাব্বি শিমন বার ইউশার সমাধিক্ষেত্রের পাশে লাগ বাওমার নামক বার্ষিক ইহুদি তীর্থযাত্রা উৎসব পালনের জন্য লক্ষাধিক ইহুদির হুড়োহুড়ির কারণে এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে।

তালমুদিক প্রাচীন ইহুদি ধর্মের বিষয়াদিতে আগেকার বিভিন্ন ইহুদি রাব্বিদের নিজস্ব লিখিত ব্যাখ্যা ও মতামত যা ব্যাবিলনীয় তালামুদ গ্রন্থ হিসেবে পরিচিত এবং পরবর্তীতে যা ইহুদিদের প্রধান ধর্ম গ্রন্থ, জীবন বিধান ও ইহুদি আইনের প্রধান উৎস হিসেবে গৃহীত হয়।

জানা যায়, ইহুদিদের ধর্মীয় তীর্থযাত্রা উৎসবটিতে অংশগ্রহণকারীদের মধ্যে কট্টর অর্থোডক্স ইহুদিদের সংখ্যাই ছিলো শুধু ১০ হাজার!

ইহুদিবাদী ইসরাইলের জাতীয় ইমার্জেন্সি সার্ভিস ‘মেগান ডেভিড অ্যাডোমের’ তথ্যমতে যেসকল আহতদের উদ্ধার করা হয়েছে তাদের সকলেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। তাছাড়া অনেককেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তাই উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

উদ্ধার কাজে নিয়োজিত উদ্ধার সরঞ্জামাদি সম্পন্ন বিশেষ মোটরসাইকেল টিম ইউনাইটেড হাটজালাহর সদস্য ইয়াহুদা গোত্তালিব যিনি খবর পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হোন তিনি বলেন, মুহুর্তেই ঘটনাস্থলে গিয়ে আমি দেখছিলাম যে কাঠামো ধ্বসে পড়ার পাশাপাশি ঝাকে ঝাকে মানুষ উপর থেকে একজনের উপর আরেকজন এসে পড়ছে!

তাদের বেশিরভাগই খুব বাজে ও বিভৎসভাবে পিষ্ট হয়ে মারা যাচ্ছে তো আবার অনেকে তৎক্ষনাৎ জ্ঞান হারাচ্ছিলো!

ইহুদিবাদী ইসরাইলের মিডিয়াগুলো ঘটনার আগের কিছু ভিডিও ক্লিপ এবং পরের কয়েকটি ছবি প্রকাশ করে।

প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায় একটি উঁচু গলিতে তার ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি পরিমাণে ইহুদি গাদাগাদি করে সম্মুখপানে এগিয়ে যাচ্ছে।

ঘটনা পরবর্তী ছবিতে দেখা যায় সেই গলিতেই রাস্তার উপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে প্লাস্টিকের প্যাকেটে মুড়ানো ডজন ডজন লাশ!

প্রচুর জনসমাগম এই হতাহতের ঘটনার জন্য দায়ী কি না জিজ্ঞেস করা হলে ইসরাইলী কর্তৃপক্ষ জানায়, তারা শুধুমাত্র ১০ হাজার ইহুদিকে লাগ বাওমার নামক ইহুদি তীর্থযাত্রা উৎসবে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলো। কিন্তু পরবর্তীতে দেখা যায় দখলকৃত ফিলিস্তিন বা পুরো ইসরাইল থেকে মোট ৬৫০টি বাসভর্তি ৩০ হাজার ইহুদি এই উৎসবে অংশগ্রহণ করে।

তবে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফাউসেট উত্তর ইসরাইলের ওই ঘটনাস্থল থেকে রিপোর্ট করে যে, অংশগ্রহণকারীদের সংখ্যা এক লক্ষেরও বেশি হওয়ার সম্ভাবনা প্রবল।

প্রকাশিত কিছু ভিডিও ক্লিপও প্রায় লক্ষাধিক লোক সমাগমের বিষয়টির প্রমাণ বহন করে।

তাছাড়া, সংখ্যা যাই হোক না কেনো নিঃসন্দেহে এটি ছিলো ভয়াবহ করোনাকালীন ইহুদিবাদী রাষ্ট্রটির সবচেয়ে বড় গণজমায়েত। এর নিরাপত্তার জন্য ইসরাইলী কর্তৃপক্ষ ৫ হাজার পুলিশ মোতায়েন করেছিলো।

উৎসবে যাওয়া ইয়েতঝাক নামী এক ইহুদি তীর্থযাত্রী স্থানীয় এক টিভি চ্যানেলকে জানায়, যখন আয়োজনের সাথে সংশ্লিষ্ট একজন লোক লাউডস্পিকারে খুব জোরে চিৎকার করে করে ভিড় ছেড়ে দেওয়ার জন্য বলছিলো মূলত তখন আমরা বুঝতে পারি যে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে পড়ছেন এবং অনেকে পদদলিত হয়ে মারা যাচ্ছেন।

তবে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো বিস্ফোরক পাওয়া গিয়েছে তাই কর্তৃপক্ষ ভিড় না করার জন্য চিৎকার করছে। আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে আনন্দ শোকে পরিণত হবে এবং খুশির ঝিলিক গভীর অন্ধকারে নিমজ্জিত হবে!

অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে চরম বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন এবং শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত বছর করোনা মহামারীর কারণে মেরন (জারমুক) পর্বতে ইহুদিদের ধর্মীয় অগ্নি উৎসব (বোনফায়ার) নিষিদ্ধ করা হলেও কোভিড-১৯ এর চলমান ভ্যাকসিন কার্যক্রমের আওতায় এবছর পরিস্থিতি স্বাভাবিক এবং লকডাউন শিথিল হয়ে যাওয়ায় আবার ওই পাহাড়ে ধর্মীয় উৎসবের আয়োজন করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

তাদের চলমান ভ্যাকসিন কর্মসূচির আওতায় প্রায় ৫৪ শতাংশ ইহুদি নাগরিকের করোনা ভ্যাকসিনের ডোজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

করোনা নিয়ন্ত্রণে সফলতার আত্ম অহমিকায় ভুগা ইহুদিবাদী ইসরাইলের বিশাল ধর্মীয় জনসমাগম শেষ পর্যন্ত বিষাদ বয়ে আনলো তাদের জীবনে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img