ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটিক্যাল ব্যুরো চেয়ারম্যান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের পরিকল্পিত নির্বাচন স্থগিত করার কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই।
তিনি বলেন, যদি অসলো চুক্তি মেনে চলা হয়, তবে নির্বাচন স্থগিতের অর্থ ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার বাজেয়াপ্ত করা।
শুক্রবার (৩০ এপ্রিল) এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
ইসমাইল হানিয়া বলেন, যদি ফিলিস্তিনিদের ইচ্ছা ইসরাইলি সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল হয়ে পড়ে, তবে রাজনৈতিকভাবে ইসরাইলকে মোকাবেলা করা যাবে না।
জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে হামাস প্রধান বলেন, জেরুসালেম ছাড়া ফিলিস্তিন বা রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অর্থই আমাদের কাছে নেই। জেরুসালেমের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনিরা জেরুসালেমে নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবি করছে। নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া আবার চালু করার জন্য এখনো সময় রয়েছে এবং জেরুসালেমের বাসিন্দাদেরও তাদের রাজনৈতিক অধিকার অনুশীলনের সুযোগ রয়েছে।