বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার গড়ে তোলা হবে: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, বই পড়ার মানসিকতা তৈরি করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার গড়ে তোলা হবে।

শুক্রবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক বই দিবস ও কপিরাইট দিবস উপলক্ষে বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘আন্তর্জাতিক বই দিবসে বাংলাদেশের প্রেক্ষাপট : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই সভার আয়োজন করে পাঠাগার আন্দোলন বাংলাদেশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সভায় প্রধান আলোচক হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমানে সরাসরি বা অনলাইনে বই পড়ার মানসিকতা তৈরি করতে হবে। বই পড়া ছাড়া কেউ কখনো উন্নত মানসিকতার অধিকারী হতে পারে না। বই পড়ার আন্দোলন জোরদার করতে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার গড়ে তোলা হবে।

দেশে বই পড়ার আন্দোলন জোরদার করার জন্য গ্রামীণ পাঠাগারের বিকল্প নেই জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ৮৫০টি পাঠাগারকে সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img