বগুড়ার ধুনট উপজেলায় ১৯ বছর বয়সী জোনাক আলী নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার জোড়শিমুল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জোনাক আলী জোড়শিমুল গ্রামের আফজাল হোসেন মন্ডলের ছেলে। তিনি চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে বাড়িতে সেহেরি খেয়ে জোনাক ও তার পরিবারের সবাই ঘুমাতে যান। শুক্রবার সকালে জোনাকের ঘরে তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে বাগানের ভেতর গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জোনাক আলীর ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেন তার স্বজনরা।
পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।