বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

হিজাব নিষিদ্ধ করেছে আজারবাইজান

পবিত্র রমজান মাসে নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক শিয়াবহুল দেশ আজারবাইজান। যেখানে শতকরা ৮৫ ভাগ জনগণ শিয়া ধর্মাবলম্বী।

দেশটির একটি সংগঠনের প্রধান হাজ ইলকার ইব্রাহিম উগলু একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে সেদেশে হিজাবের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ে বলেন, পবিত্র এই রমজান মাসে কারও কারও ইসলাম নিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা ব্যর্থ হবে।

আজারবাইজানের অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্ব সম্প্রতি রমজান মাসে মসজিদ খুলে দেয়ারও আহ্বান জানিয়েছেন।

আজারবাইজানের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে হিজাব নিষিদ্ধ করে সরকারের নেয়া পদক্ষেপ সেদেশের সংবিধানের লঙ্ঘন। কেননা সংবিধানে হিজাবের ওপর সীমাবদ্ধতা আরোপের কোনো বিধান নেই।

দেশটির সংবিধান অনুযায়ী মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানো ও এক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা দেয়া সরকারের দায়িত্ব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img