হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর-অগ্নিসংযোগের মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলায় ভাংচুর-অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
মুফতী নুর হোসাইন নুরানী বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে আছেন।