বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবির দাবি, গোলাগুলিতে নিহত ৩০ বছর বয়সী মুহাম্মাদ ইব্রাহিম ইয়াবা কারবারির সাথে যুক্ত। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে দেশিয় তৈরি ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৮০ হাজার ইয়াবা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার আমবাগান পাহাড়ের ঢালুতে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মাদ ইব্রাহিম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১-এর সৈয়দ আলমের ছেলে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কয়েকজন ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদ পাওয়া যায়। এতে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার-৩৮ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার আমবাগান নামক স্থানে পাহাড়ের ঢালুতে অবস্থান করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img