বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

বিক্ষোভে উত্তাল রাশিয়া; একরাতে আটক ১৭০০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক অ্যালেক্সি নাভালনির সমর্থনে উত্তাল দেশটি। এ সময় ১ হাজার ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে।

রাশিয়ার আইন অনুসারে, বিনা অনুমতিতে বিক্ষোভ করলে কয়েক দিনের জেল বা জরিমানা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার রাতে রাশিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় তারা নাভালনির মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী মস্কোতে। ওভিডি-ইনফো নামে একটি পর্যবেক্ষক সংগঠনের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ায় রাশিয়ায় এক হাজার ৭৮২ জনকে আটক করেছে পুলিশ। সবচেয়ে বেশি ৮০৪ জন আটক হয়েছেন সেইন্ট পিটার্সবার্গ থেকে।

এদিন আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাভালনির প্রেস সচিব কিরা ইয়ারমিশ। অননুমোদিত বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোয় তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img