হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলান খোরশেদ আলম কাসেমী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ (২১ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা একের পর এক হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। এরই ধারাবাহিকতায় হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলান খোরশেদ আলম কাসেমী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তিনি বলেন, মাওলান খোরশেদ আলম কাসেমী একজন প্রসিদ্ধ তাফসীর কারক। তিনি দেশের প্রতিটি অঞ্চলে কুরানের তাফসীর করে থাকেন। দেশ-বিদেশে তার লাখো-কোটি ভক্ত-অনুরাগী রয়েছেন। তিনি রাজনীতি বা আন্দোলন সংগ্রামে সেভাবে সক্রিয় নন। মূলত তাঁর কাজ ছিলো ওয়াজ-মাহফিলের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকা। অন্যদিকে মাওলানা আতাউল্লাহ আমীন একজন তরুণ আলেমে দ্বীন। তিনি হাইয়াতুল উলিয়ার সাবেক কো-চেয়ারম্যান ও বেফাকের সাবেক সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী রহ. জামাতা। এমন দুইজন আলেমকে রজমান মাসে এভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই দুই আলেমকে মুক্তি দিন।
আল্লামা নুরুল ইসলাম ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী ও মাওলানা জালাল আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা যুবায়েদ আহমদ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী, মাওলানা কুরবান আলী, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।