হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং সংগঠনটির যুগ্মমহাসিচব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ আলেম-উলামাদের গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ রোববার (১৮ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের তীব্র নিন্দা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।
নেতৃদ্বয় বলেন, সরকার বিদেশীদের খুশী করার জন্য দেশের আলেম-উলামাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। মাদরাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাদের গ্রেফতার করে সাজানো- মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। রমজান মাসে করোনার নামে লকডাউন দিয়ে আলেম-উলামাদের উপর সরকারের এ দমন অভিযান কোনভাবেই গ্রহনযোগ্য নয়। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকার তাদের পতনকেই ত্বরান্বিত করছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে দেশের আলেম-উলামাদের গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা যোবায়ের আহমদ, মুফতি বশির উল্লাহ, মাওলানা ইলিয়াস হামিদী ও মুফতি শরীফুল্লাহ-সহ গ্রেফতারকৃত উলামাদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি জানান।
একই সাথে সারাদেশে দেশ প্রেমিক তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।