ভারতে ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুনে পুড়ে ৫ জন রোগী নিহত হয়েছেন। আহত ও অন্যান্য রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ওই আগুন লাগে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিহতদের ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।