কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের ৮ কোটি ৪৭ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে জাপান সরকার। এই অর্থ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।
এতে বলা হয়েছে, চলতি মাসের ৮ এপ্রিল জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দেবে। আর এই অর্থ জাপানের আন্তর্জাতিক জরুরি মানবিক সাহায্য সংস্থা জাপান প্লাটফর্মের মাধ্যমে দেওয়া হবে।
সহায়তার এ অর্থ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, স্যানিটেশন ও আশ্রয়ণে ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জাপান দূতাবাস।