বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ভারতের মুম্বাইয়ে পাঁচ তারকা হোটেলগুলো হচ্ছে করোনা হাসপাতাল

করোনা ভাইরাসের ভয়াবহতায় ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোনভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সেখানকার মানুষদের। এমতাবস্থায় করোনার সংক্রমণ রোধে দেশটির মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলোকে অস্থায়ী হাসপাতাল বা কোভিড সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শহর কর্তৃপক্ষ একথা জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বা করোনার হালকা উপসর্গ থাকা রোগীদের পাঁচ তারকা হোটেলে রেখে চিকিৎসা করা হবে। চিকিৎসকরাই ঠিক করবেন, কে হাসপাতালে চিকিৎসা নেবেন আর কে হোটেলে। আপাতত মুম্বাইয়ের দু’টি পাঁচ তারকা হোটেলে এই কার্যক্রম শুরু হলেও পরে তা বাড়ানো হতে পারে।

করোনা মহামারিতে তৈরি হওয়া স্বাস্থ্য ও চিকিৎসা সংকট মোকাবিলায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালগুলো শহরের চার ও পাঁচ তারকা হোটেলগুলোর সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে। ফলে হাসপাতালগুলোতে রোগীদের জায়গা না হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img