আমেরিকার অধিকাংশ রিপাবলিকান মনে করেন, ভোটে প্রতারণার মাধ্যমেই জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছেন। ২০২০ সালের নির্বাচন বৈধ ছিল না।
৬০ শতাংশ রিপাবলিকান মনে করেন, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের জয় ছিনিয়ে নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জরিপে এই তথ্য পাওয়া গেছে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসে বিজয়ী হতে দলকে সহায়তা করবেন তিনি। শনিবার (১০ এপ্রিল) রিপাবলিকান পার্টির দাতাদের এক অনুষ্ঠানে এই কথা বলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি আবারও দাবি করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি হয়েছে।
তিনি ওই সময়ের ভূমিকার জন্য সিনেটের তত্কালীন সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেলের সমালোচনা করেন। ফ্লোরিডার মার এ লাগোতে এই অনুষ্ঠানের আয়োজন করে রিপাবলিকান ন্যাশনাল কমিটি।