বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন না বলে জানালেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
তিনি বলেন, আমি কোন অন্যায়, অপরাজনীতি কিংবা অপরাধীর কাছে মাথা নত করব না। আমি আমার বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গেও কথা বলি না। অনেক চেষ্টা করেছে গত দুই মাসে। একদিনও কথা বলি নাই।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, অনেকে আজকে দুই বেলা খেতে পারে না। কেউ হাজার টাকা কামাবে আর কেউ টাকার অভাবে অনাহারে থাকবে, এটা এ দেশে চলতে দেওয়া যায় না। আপনাদের এখানে আজ কঠিন ভাষায় বলে গেলাম, আমি সাহস করে সত্য কথাগুলো বলব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মাদ সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. মাকসুদা সুলতানা সুরভি, ডা. শওকত আল ইমরান ইমরোজ ও ডা. সামিয়া কামাল প্রমুখ।