বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

খালেদা জিয়ার বাসায় আরো ৯ জন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই বাড়িতে তিনিসহ আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (১১ এপ্রিল) বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন এই তথ্যটি নিশ্চিত করেন।

ডা. মামুন সেখান থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিবরণ দিয়ে গণমাধ্যমকে বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো। কোনো উপসর্গ নেই তার। জ্বর, গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নেই।

কোন উপসর্গ না থাকা সত্ত্বেও কেন নমুনা পরীক্ষার প্রয়োজন পড়ল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসার একজন স্টাফের আরও ৫-৬ দিন আগে জ্বর জ্বর ভাব ছিল। তখন তার টেস্ট করানো হয়। টেস্টের রেজাল্ট পজিটিভ আসে।

পজিটিভ আসার পর ওই স্টাফ যে রুমে থাকত, ওই রুমে বাকিদেরও করোনা পরীক্ষা করা হয়। তাদেরও রিপোর্ট পজিটিভ আসে। এর পর নিরাপত্তার জন্য তার করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে।

খালেদা জিয়ার বাসার গৃহকর্মী ফাতেমা বেগমও করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেছেন ড. মামুন ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img