ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি ও মাথাভাঙার হিন্দুত্ববাদী বিজেপির সাথে তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনী সিএপিএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) এর গুলিতে ৪ জন মারা যান। এছাড়াও অন্যত্র আরও একজন মারা গেছে বলে জানা যায়। তবে শীতলকুচিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে হত্যার শিকার হওয়াদের মধ্যে ৪ জনই মুসলিম বলে জানা গেছে। নিহতদের নাম হামিদুল হক, সামিয়ুল হক, মনিরুল হক, নুর আলম।
শনিবার (১০ এপ্রিল) সকালে কোচবিহারের শীতলকুচিতে এ ঘটনা ঘটে।
ভারতের কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কর্মীদের নিহতের ঘটনায় দেশটির উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
ডেরেক ও’ব্রায়েন টুইটে লিখেছেন, মোদী ও শাহ মরিয়া হয়ে উঠেছেন। এটাই সোনার বাংলা! বাংলা কখনও আপনাদের ক্ষমা করবে না। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আপনারা হারাতে পারছেন না। গুলি করে খুন করতে হচ্ছে। মো-শা আপনারা হত্যাকারী। আপনাদের নির্দেশেই ডিজি, ডিজি, এডিজি এবং ওই জেলার পুলিস সুপার বদলি করেছে নির্বাচন কমিশন। ৫ জনের মৃত্যু হয়েছে। আপনাদের দুজনের হাতে রক্ত লেগে। এতে অবশ্যই আপনারা অভ্যস্ত।
এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী (হিন্দুত্ববাদী) বিজেপির হয়ে কাজ করছে। রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে।