বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

নবীগঞ্জে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ৬৫ বছর বয়সী শাহ এমরান আলী। করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর তিনি ইন্তেকাল করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শাহ এমরান আলী গত ৪ এপ্রিল নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে করোনা টিকার প্রথম ডোজ নেন। ওইদিনই তিনি জ্বরে আক্রান্ত হলে রাত দুইটায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির পর তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পাঁচদিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img