বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দিতে সৌদির প্রতি আহ্বান জানিয়েছে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সৌদি কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদেরকে মুক্তি দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। এজন্য তারা রিয়াদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেছে। খবর প্যালেস্টাইনিয়ান ইনফরমেশন সেন্টার নিউজ এজেন্সির।

রবিবার (৪ এপ্রিল) হামাসের গণমাধ্যম বিভাগের প্রধান রাফাত মাররা এসব কথা বলেছেন। তিনি বলেন, সৌদি সরকারের যেকোনো পর্যায়ের সঙ্গে হামাস আলোচনা করতে প্রস্তুত।

বন্দী ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপারে সৌদি সরকার অভিযোগ করে বলছে, তারা সৌদি আরবে কাজ করে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাসের জন্য অর্থ পাঠায়।

উল্লেখ, সন্ত্রাসবাদ-বিরোধী কথিত আইনের আওতায় সৌদি সরকার ফিলিস্তিনি নাগরিকদের আটক করেছে এবং সংক্ষিপ্ত শুনানির মধ্য দিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। ২০০৭ সালে সৌদি আরব এই আইন পাস করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img