হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শফীক উদ্দীন-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতের মহাসচিব এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আমীর আল্লামা নুরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
আল্লামা নুরুল ইসলাম বলেন, মাওলানা শফীক উদ্দীন ছিলেন দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগকারী একজন বিচক্ষণ দেশ ও ইসলাম প্রেমিক রাজনীতিবিদ। পাশাপাশি তিনি একজন আলেম ও ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি দ্বীনের বহুমুখী দায়িত্ব পালন করে গিয়েছেন। তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, হেফাজতের যেকোনো প্রোগ্রামে মাওলানা শফীক উদ্দীন সামনে থেকে নিবেদিত প্রাণ হয়ে দলকে নেতৃত্ব দিতেন। সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করতেন। ইসলামি আন্দোলনে তাঁর অপরিসীম ত্যাগ-তিতিক্ষা এবং কুরবানি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রগতি, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের সমন্বিত ধারা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
আল্লামা নুরুল ইসলাম বলেন, আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান প্রভুর দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করেন। এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমীন।