কাতারে মহামারি করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা। কিন্তু গত দুই সপ্তাহ ধরে কোনওভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে আবারও পূর্ণাঙ্গ লকডাউনের আহ্বান জানিয়েছে দেশটি। যে কোন সময় কার্যকর হতে পারে এই নির্দেশনা।
সোমবার (২৯ মার্চ) কাতারের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহমেদ আল মুহাম্মাদ এই দাবী জানান।
আহম্মেদ আল মুহাম্মাদ বলেন, প্রথম দফা সংক্রমণ বা প্রথম ঢেউয়ের পর কাতারে করোনা সংক্রমণ উচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে। নতুন সংক্রমিতের মধ্যে বহু শিশু আছে। যাদের বয়স ১৪ বছরেরও নিচে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে আইসিইউতে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩। কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন শতাধিক। এমনকি গত বছর করোনা মহামারির পিক সময়েও আমরা আইসিইউতে এত রোগী পাইনি। কয়েক মাসের মধ্যে এই সংখ্যা কিভাবে লাফিয়ে বেড়েছে সেদিকে দৃষ্টি দিতে বিশেষ আহ্বান করছি।