তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট সায়মা সুলুহু হাসান।
শুক্রবার (১৯ মার্চ) রাজধানী দারুস সালামে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথের পর প্রথম ভাষণে সায়মা হাসান সাবেক প্রেসিডেন্ট ম্যাগুফুলির মৃত্যুতে ২১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সাথে সাথে প্রেসিডেন্টের দাফন অনুষ্ঠানের জন্য ২২ ও ২৩ মার্চ দেশটিতে সাধারণ ছুটির ঘোষণা দেন।
উল্লেখ গত বুধবার দেশটির প্রেসিডেন্ট জন ম্যাগফুলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তানজানিয়ার সংবিধান অনুসারে কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেলে ভাইস-প্রেসিডেন্ট তার বাকি থাকা মেয়াদ দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে প্রথম নির্বাচিত হওয়া জন ম্যাগুফুলি গত বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।