বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সকলের জন্য টিকা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সফলতার সাথে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করে চলেছে এবং সরকার ধাপে ধাপে সকল জনগণের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন ড. শিরীন শারমিন চৌধুরী।

রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা পাওয়া বাংলাদেশর জন্য গৌরবের বিষয়। বঙ্গবন্ধু বিশ্ব বরেণ্য নেতাদের মধ্যে অন্যতম স্থান দখল করে আছেন। এ সময় রাষ্ট্রদূত স্পিকারকে কাতার মজলিস আস-শুরার শুভেচ্ছা পৌঁছে দেন।
ড. শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধুর কৌশলী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কাতার বাংলাদেশের বন্ধপ্রতিম রাষ্ট্র। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে দুই দেশ দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তিনি ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img