বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

দখলদারি পাকাপোক্ত করতে ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদিকে আনল ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও তিনশ’ ইহুদিকে ইথিওপিয়া থেকে সেখানে নিয়ে গেছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে ৩০০ ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরিমধ্যে ইসরাইলে এসে পৌঁছেছে। এ নিয়ে ইথিওপিয়া থেকে দুই হাজার ইহুদিকে ইসরাইলে আনা হলো।

ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরণের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরাইলে এনেছে দখলদারেরা।

তবে ইসরাইলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন, তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে।

ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ মুখে এ ধরণের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে।

উৎস, পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img