বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কিশোরগ্যাং লিডার থেকে হয়ে গেলেন ছাত্রলীগের সভাপতি!

সাদ্দাম হোসেন ইভান। কথায় কথায় গুলি চালানো, অস্ত্র প্রদর্শন, নির্মাণাধীন ভবন, কোচিং সেন্টার ও ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায়সহ নানা রকম অপকর্মের জন্য চট্টগ্রামের চকবাজার এলাকায় মূর্তিমান এক আতংকের নাম। প্রশাসনের তালিকায় ‘কিশোরগ্যাং লিডার’ হিসেবেও নাম রয়েছে তার।

চকবাজারের টিনুর সেকেন্ড-ইন কমান্ড হিসেবে পরিচিত সেই সাদ্দাম হোসেন ইভানকে এবার চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) একসাথে রেকর্ড সংখক ১৩টি ইউনিট কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এর মধ্যে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় সাদ্দাম হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয় মুজিবুর রহমান রাসেলকে।

চকবাজার ওয়ার্ড কমিটির নতুন এই সভাপতিকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় (পাঁচলাইশ থানার মামলা নং-৭) গ্রেফতার করা হয়েছিল। এছাড়া চকবাজার থানায় চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগে আরও তিনটি মামলা আছে সাদ্দাম হোসেন ইভানের বিরুদ্ধে।

গত ৭ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানার মোড়ে বাস থেকে নামিয়ে ইভান ও জয়নগরের তুষারের নেতৃত্বে একটি সশস্ত্র কিশোর গ্রুপ আবির নামে এক যুবককে ছুরিকাহত করে গুরুতর আহত করে। তারা বাস থেকে নামানোর পর আবিরকে পিস্তলের বাট দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সন্ত্রাসীরা আবিরের পায়ে ছুরিকাঘাত করে। এই ঘটনায় সে সময় পাঁচলাইশ থানায় ইভান ও তার অনুসারীদের নামে একটি অভিযোগ করা হয়েছিল।

চকবাজারে ইভানের নিয়ন্ত্রণাধীন কিশোর গ্যাং গ্রুপের আবার রয়েছে একাধিক উপগ্রুপ। যেখানে চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজসহ স্থানীয় কিছু কিশোরদের নিয়ে গড়ে তুলেছেন ৭০-৮০ জনের কিশোর গ্যাং।

এদের মধ্যে নাঈমুল হাসান, নাজমুল তোফা, শিহাব হাসান, নাদিম উদ্দিন, তাসকিম হোসেন, সায়েম জয়, কামরুল হাসান, অন্তর কর, রবিউল হাসান শাফি, হাবিবুর রহমান, তানজীদ মাহাবুব, জিদান, হোসাইন তাহসান, এস এম সামাদের নাম উঠে আসে নানা ঘটনার পর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img