গাজীপুর আদালতপাড়া থেকে একজন আইনজীবীর সহকারীকে অপহরণের চেষ্টাকালে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সানি ও সাংগঠনিক সম্পাদক রিপন ওরফে হোন্ডা রিপন।
ঘটনার শিকার আইনজীবীর সহকারী সৌরভ জানান, তিনি অ্যাডভোকেট রিপন সরকারের সহকারী হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জজ কোর্টের পাশে পানির ট্যাংকির মোড়ে একজন আইনজীবীর চেম্বারে বসে কাজ করছিলেন। এসময় নগরীর ৫৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সানি ও সাংগঠনিক সম্পাদক রিপন ওরফে হোন্ডা রিপনের নেতৃত্বে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী চেম্বারে ঢুকে তাকে মারধর করে এবং জোরপূর্বক গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে। তার সহকর্মীরা এদৃশ্য দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ এসময় সৌরভকে উদ্ধার ও দুই ছাত্রলীগ নেতাকে আটক করতে সক্ষম হলেও তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। আটক দুই ছাত্রলীগ নেতাকে জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে জিএমপি সদর থানার এসআই ফোরকান জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগের দুই নেতা টঙ্গী পশ্চিম থানার একটি মামলার আসামি। ফলে তাদেরকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।