ইরানকে আল কায়েদার নতুন ঘাঁটি বলে দাবি করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তিনি দাবি করে বলেন, আল কায়েদার একটি নতুন ঘাঁটি তৈরি হয়েছে। এটি হচ্ছে ইরান। আমি বলবো, আল কায়েদার মূল ভৌগোলিক কেন্দ্র হিসেবে ইরান আসলেই নতুন আফগানিস্তান। তবে বাস্তবতা তার চেয়েও খারাপ।
মঙ্গলবার (১২ জুলাই) ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক ভাষণে কোনও প্রমাণ ছাড়াই তিনি এমন দাবি করেন।
পম্পেও বলেন, ইরানে আল কায়েদা আফগানিস্তানের মতো পাহাড়ে লুকিয়ে নেই। সেখানে তারা তেহরানের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কাজ করছে। বিষয়টি নিয়ে ইরানকে আরও চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পম্পেও।
হোয়াইট হাউজে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার মাত্র আট দিন আগে পম্পেও-র এমন দাবি নিয়ে এরইমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অবশ্য ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ অভিযোগ প্রত্যাখান করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ দাবিকে জেনেশুনে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেছেন।