বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

সেই হারুন ইয়াহয়াকে হাজার বছরের কারাদণ্ড দিয়েছে তুর্কি আদালত

ইনসাফ | নাহিয়ান হাসান


তুরস্কের বিতর্কিত ও কথিত ধর্মীয় ব্যক্তিত্ব আদনান ওকতার ওরপে হারুন ইয়াহয়াকে হাজার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) তুরস্কের একটি আদালত এই রায় দেয়। অশ্লীল ও বিতর্কিত কর্মকাণ্ডের সাথে যুক্ত আদনান ওকতার ওরপে হারুন ইয়াহয়া নিজেকে ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিতেন।

বিতর্কিত ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ২০১৮ সালে দেশব্যাপী পরিচালিত এক অভিযানে ৬৪ বছর বয়সী এআদনান ওকতার ও তার অনুসারীদের গ্রেফতার করেছিলো তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনী।

তখন তাদেরকে গ্রেফতারের ব্যাপারে ৪৯৯ পৃষ্ঠার বিশাল এক অভিযোগ পত্রের তৈরি করা হয়েছিলো। যেখানে আদনান ওকতার ওরপে হারুন ইয়াহয়াকে ব্ল্যাকমেইলকারী, চাঁদাবাজ, অর্থ পাচারকারী, নারী ও শিশুদের যৌন নির্যাতনকারী ও বহুবিধ অপরাধের মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে চলা মামলার শুনানিতে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে যৌন হয়রানির মতো বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগে বেশ কয়েকটি  মামলা করা হয়েছিলো।

পরবর্তীতে এবছর কঠিন কারা-শর্তাবলীর আওতায় বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগের প্রমাণিত হওয়ায় আদনান ওকতার সহ মোট ৭৮ জনকে ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ডাদেশ দেয় তুরস্কের আদালত।

তার বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি, ব্যক্তি স্বাধীনতা হরণ, নির্যাতন, শিক্ষাধিকার থেকে অনেকজনকে বঞ্চিতকরণ এবং নাবালিকাদেরকে যৌন হেনস্তা!

অপরদিকে, আদনান ওকতারের সাথে মামলার শুনানিতে থাকা তারকান ইয়াভাশ ও ওকতার বাবুনা নামী দুই আসামীকে নাবালিকাদের যৌন নির্যাতন, সম্পত্তির অপব্যবহার ও সরকারি নথিপত্রে মিথ্যাচারের অভিযোগে যথাক্রমে ২১১ ও ১৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানা যায়।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img