আমেরিকার পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলায় ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানায়, বুধবারের সহিংসতায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। যার মধ্যে ব্রায়ান সিকনিক একজন পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে মারা যান নিহত কর্মকর্তা ব্রায়ান সিকনিক। দায়িত্ব পালনকালে তিনি জখম হন আর এতেই তার মৃত্যু হয় বলে জানায় ক্যাপিটল পুলিশ।
নভেম্বরের নির্বাচনে জয় লাভ করা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের জন্য কংগ্রেসে অধিবেশনে বসেছিলেন আইনপ্রণেতারা। সেসময় হাজার হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়।