সৌদি জোটের অবরোধ তুলে নেওয়ার পর দীর্ঘ সাড়ে তিন বছর শেষে সৌদির আকাশসীমা দিয়ে চলাচল শুরু করেছে কাতার বিমান।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে উপসাগরীয় সংকট নিরসনের পর দেশটির বিমান চলাচল শুরু হয়।
কাতার এয়ারওয়েজ এক টুইট বার্তায় জানায়, ৭ জানুয়ারিতে সৌদি সীমা দিয়ে দোহা থেকে জোহানেসবার্গের উদ্দেশ্যে কাতারের বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করে। বিমানটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করে।
গত মঙ্গলবার সৌদির আল উলায় অনুষ্ঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) শীর্ষ সম্মেলনে কাতারের ওপর থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা তুলে নেয় উপাসগরীয় চার দেশ। তাছাড়া কাতারের জন্য সৌদির আকাশপথও উম্মুক্ত করা হয়। এর আগে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল মুহাম্মাদ আল সাবাহ এ ঘোষণা দেন।