চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হাসিম ওরফে নুর হাসেম, আয়েশা বেগম, আছিয়া বেগম এবং জোবাইর।
সোমবার (৪ জানুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মোহাম্মদনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ আবদুর রউফ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার ১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।