২০২৩ সালে গ্যালাক্সি লিডার জাহাজ থেকে আটককৃত ২৫ জন ক্রু সদস্যকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ বিরতি চুক্তির সমন্বয়ে ১৪ মাস পরে তারা মুক্তি পেল। এসব ক্রুদের প্রাথমিক পর্যায়ে ওমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে হুথিদের সাথে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন।
হুথি রাজনৈতিক কাউন্সিল জানিয়েছে, গ্যালাক্সি লিডার জাহাজের ক্রু মুক্তি তাদের গাজার প্রতি সংহতি এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি সমর্থনের অংশ।
প্রসঙ্গত, গ্যালাক্সি লিডার জাহাজটি ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বাহামাসে নিবন্ধিত। জাহাজটি পরিচালনার দায়িত্বে ছিল জাপানের কোম্পানি নিপ্পন ইউসেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর- ইসরাইলের সাথে বাণিজ্যের অভিযোগে লোহিত সাগর থেকে জাহাজটি জব্দ করে হুথি বিদ্রোহীরা। মুক্তিপ্রাপ্ত ক্রুদের মধ্যে বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিকরা রয়েছেন।
উল্লেখ্য, গাজ্জার যুদ্ধবিরতি লঙ্ঘন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের নেতা আব্দুল মালিক আল হুথি।
সূত্র: বিবিসি