ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অফ স্টাফ হার্জি হালেভি বলেছেন, গাজ্জায় আমাদের সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। সম্প্রতি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) তিনি পতদ্যাগ পত্র জমা দিয়েছেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে হালেভি জানান, তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের কাছে লেখা পদত্যাগপত্রে হালেভি লিখেছেন, ৭ অক্টোবর সকালে, ইসরাইলি নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছে।