শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

নতুন দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবানল। এ দাবানলের ফলে আনুমানিক ২১ বর্গকিলোমিটার (আট দশমিক এক বর্গমাইল) এলাকাজুড়ে গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে।

বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকার হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় দাবানলের ঘটনাটি ঘটে। এটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত। আগুনের কারণে জীবনের তাৎক্ষণিক হুমকির মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সকলকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্যালিসেডস ও ইটনের অগ্নিকাণ্ডে মানুষ নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তা আমরা দেখেছি।

ক্যাস্টেইক লেক এলাকায় প্রায় ১৮ হাজার ৬০০ জন লোক বসবাস করেন। শুষ্ক বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে উঠছে এবং তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ও অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি রেড ফ্ল্যাগ ফায়ার পরিস্থিতির সময় ঘটে থাকতে পারে যখন তীব্র বাতাস ও কম আর্দ্রতা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img