বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

দীর্ঘ ২০ বছর পর আমেরিকার কারাগার থেকে মুক্তি পেলেন আফগানিস্তানের খান মুহাম্মদ

দীর্ঘ ২০ বছরের বন্দিজীবনের অবসান ঘটিয়ে আমেরিকার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাগরিক খান মুহাম্মদ। তাকে মুক্তির বিনিময়ে আফগানিস্তান তাদের কারাগারে বন্দি থাকা দুইজন আমেরিকার নাগরিককে মুক্তি দিয়েছে। তবে খান মুহাম্মাদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার এই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন করেছে।

মুক্তির পর খান মুহাম্মাদ নানগারহার প্রদেশে তার পরিবারের কাছে ফিরে গেছেন। এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তার ছেলে রাফিউল্লাহ। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন আমেরিকার সরকারের বিরুদ্ধে।

তিনি জানান, তার বাবা সম্পূর্ণ নির্দোষ ছিলেন ও তার সাথে অন্যায় করা হয়েছে।

রাফিউল্লাহ বলেন, “আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বিনা অপরাধে ২০ বছর কারাগারে কাটিয়েছেন। আমরা আমেরিকার সরকারের কাছে এই অন্যায়ের ক্ষতিপূরণ দাবি করছি।”

খান মুহাম্মদের বয়স বর্তমানে ৫৫ বছর। ২০০৬ সালে জালালাবাদ শহর থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন সৈন্যরা। তার বিরুদ্ধে মাদক পাচার এবং বিদেশি সৈন্যদের ওপর আক্রমণের পরিকল্পনার অভিযোগ আনা হয়। এই অভিযোগের ভিত্তিতে তাকে ক্যালিফোর্নিয়ার কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে খান মুহাম্মাদ বলেন, “মাদকদ্রব্য বিক্রয় এবং তালেবানকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল আমার বিরুদ্ধে। এমনকি নানগারহার বিমানবন্দরে বিদেশি সৈন্যদের হত্যার একটি বড় ষড়যন্ত্রেও আমাকে জড়ানো হয়। এই অভিযোগের ভিত্তিতেই আমাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়।”

খান মুহাম্মদ আরও বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং কারাভোগের পরেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

এদিকে, কুখ্যাত কারাগার গুয়ান্তানামো’তে এখনো বন্দী রয়েছেন হাজী মুহাম্মাদ রহিম নামে অপর একজন আফগান নাগরিক। আফগানিস্তানের নানগারহার প্রদেশের ডেপুটি গভর্নর আজিজুল্লাহ মুস্তাফা জানিয়েছেন, তাকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রচেষ্টা করছেন আফগান কর্মকর্তারা।”

সূত্র: হুরিয়াত রেডিও ও তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img