মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

বাংলাদেশে আসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা কোরিয়ান সেলিব্রেটি দাউদ কিম

বাংলাদেশে আসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা কোরিয়ান সেলিব্রেটি দাউদ কিম।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছান তিনি।

ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করে ছবি ও ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন, অবশেষে আমরা বাংলাদেশে আসলাম। এর সাথে আবেগঘন চেহারা, বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজিও যুক্ত করেন তিনি।

এটি তার ২য় বার বাংলাদেশ আগমন। ইতোপূর্বে ২০২২ এর ডিসেম্বরে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

কোরিয়ান সেলিব্রেটি নওমুসলিম দাউদ কিম ২০২৪ এর জুলাইয়ে শুরু হওয়া বাংলাদেশী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা, তার সরকার ও প্রশাসনের ভয়াবহতার বিরুদ্ধে আওয়াজ তোলা বিদেশী ইনফ্লুয়েন্সারদের অন্যতম।

১৫ জুলাই যখন ওবায়দুল কাদের, নওফেলের মতো আওয়ামী মন্ত্রী ও নেতাদের সরাসরি আদেশে দেশজুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্র জনতার উপর সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায় এবং হাজারের অধিক সাধারণ ছাত্র-ছাত্রীকে হতাহত করে ১৬ তারিখ তিনি ছাত্র জনতার পক্ষে সমর্থন জানিয়ে একটি পোস্ট ও ভিডিও বার্তা দেন।

এছাড়া অবৈধ ও তৎকালীন ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমাতে ও নিজেদের অপরাধ লুকাতে দেশের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার অচল করে দেওয়ায় সময়ে সময়ে পোস্ট শেয়ার করে আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।

জনপ্রিয় এই কোরিয়ান সেলিব্রেটি সম্প্রতি বিবাহ বন্ধনেও আবদ্ধ হোন। তার স্ত্রীও তার ন্যায় নওমুসলিম। তবে তিনি রাশিয়ান বংশোদ্ভূত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন দাউদ কিমের দেশ দক্ষিণ কোরিয়ায়, তার সাথে একই বিশ্ববিদ্যালয়ে।

দক্ষিণ কোরিয়ান দাউদ কিম মূলত একজন ইউটিউব সেলিব্রেটি ছিলেন। নাম ছিলো জে কিম। ২০১৯ এর সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করে দাউদ কিম নাম ধারণ করেন। ২৫ সেপ্টেম্বর তিনি তার ইউটিউব চ্যানেলে ইসলাম ধর্ম গ্রহণের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওর ক্যাপশন দেন, ‘Finally I became a Muslim ’ বা অবশেষে আমি মুসলিম হয়েছি।

ইসলাম গ্রহণের পূর্বে গান গাওয়া তার অন্যতম বৈশিষ্ট্য হওয়ায় তিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সঙ্গীত দল বিটিএসের সদস্য ছিলেন মর্মে পরবর্তীতে একটি গুজবও ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার।স্ক্যানার বাংলাদেশের প্রতিবেদনে উঠে আসে যে, মূলত এর কোনো ভিত্তি নেই। ইসলাম ধর্ম গ্রহণের পর ইসলাম ও বিভিন্ন দেশের ইসলামী সংস্কৃতি কেন্দ্রিক তার কন্টেন্ট ইউটিউবের পাশাপাশি ফেসবুক ও ইন্সটাগ্রামেও বেশ জনপ্রিয়তা পায়। যা তার ফলোয়ার সংখ্যা ও জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয়।

বর্তমানে এই কোরিয়ান সেলিব্রেটি তিনি তার কন্টেন্টগুলোতে দেশ-বিদেশে ভ্রমণ করে ইসলামের বিভিন্ন রীতিনীতি তুলে ধরার চেষ্টা করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সমর্থন জানান মাজলুমদের পক্ষে। অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের মুসলিমদের সেবা মূলক কাজে। সম্প্রতি নিজ শহর ইনচিওনের উনবুক ডং এরিয়ায় একটি মসজিদ প্রতিষ্ঠা করেন।

মসজিদ প্রতিষ্ঠার বিষয়ে এক পোস্টে জানান, তার মাতৃশহর ইনচিওনে মসজিদ প্রতিষ্ঠা তার স্বপ্ন ছিলো। যা বাস্তবায়িত করতে পেরে তিনি খুবই আনন্দিত। মহান আল্লাহ ও যারা এতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img