মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদরাসা, মানিকনগর সরদার বাড়ি মুগদা ঢাকা-এর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) এ মাহফিল পুকুরপাড় সংলগ্ন রজনীগন্ধা স্কুল মাঠে এ অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হয়ে আসর পর্যন্ত চলবে।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন, ইসলামিক আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (মুহতামিম, মারকাজুত তারবিয়া, আলমনগর, সাভার, ঢাকা)।
সভাপতিত্ব করবেন আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন (সভাপতি, অত্র মাদরাসা ও ব্যবস্থাপনা পরিচালক, আল বাশার ইন্টারন্যাশনাল লিঃ)।
মাদরাসার মুহতামিম ও রাজধানীর গুলিস্থানস্থ পীর ইয়ামেনী মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী মাহফিলে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
মাহফিলে আরও সময়ের প্রতিনিধিত্বশীল তরুণ আলেমদের দাওয়াত রয়েছে।