সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ফিলিস্তিন স্বাধীনতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে : হামাস

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাস বলেছে, ফিলিস্তিনিরা ১৫ মাস ধরে গাজ্জায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে ইসরাইলের দর্প চূর্ণ করেছে। পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিন স্বাধীনতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল। তবে হামাস যোদ্ধারা সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে।

ইসরাইলি শক্তি গাজ্জায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে হামাস বলেছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে।

হামাস আরও বলেছে, গাজ্জায় গণহত্যামূলক যুদ্ধে ফিলিস্তিনিদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং তা ভুলে যাওয়াও সম্ভব নয়।

সূত্র: ইরনা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img